Friday, February 26, 2016

আসুন জানি লংগদু উপজেলা সম্পর্কে

আসসালা আলাইকুম। কেমন আছেন ? আসুন নিচ থেকে লংগদু উপজেলা সম্পর্কে একটু জেনেনেই এবং কিছু ছিত্র দেখেনেই। আশাকরি ভাল লাগবে।


আয়তন 
৩৮৮.৪৯ বর্গ কিঃ মিঃ
জনসংখ্যা
৮৪৪৭৭ জন
পুরুষ
৪৩,৮৪৬ জন
মহিলা
৪০,৮৩১ জন।
উপজাতি
২০,৮৮২ জন। (চাকমা-২০,৫১০ জন, মারমা-২১ জন, তংচঙ্গ্যা-৩জন, অন্যান্য-৩৪৮ জন)
অউপজাতি
৬৩,৫৯৫ জন।
নির্বাচনী এলাকা
২৯৯ নং আসন (রাঙ্গামাটি)
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র
১৮ টি।
স্থানীয় নির্বাচনে ভোট কেন্দ্র
৬৩ টি।
মোট ইউনিয়ন
৭টি।
মোট মৌজার সংখ্যা
২৫ টি।
সরকারী হাসপাতাল
বেসরকারী হাসপাতাল
১টি। (লংগদু সদর উপজেলা হাসপাতাল)
১টি (রাবেতা হাসপাতাল, মাইনীমূখ)
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক
৭টি।
পোস্ট অফিস
২টি।
নদ-নদী
২টি (কাচালং ও মাইনী নদী)
হাট বাজার
১২ টি।
ব্যাংক
৩টি (সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, গ্রামীন ব্যাংক)
মোট জমির পরিমাণ
৮৩,২১২ একর।
>কৃষি জমির পরিমাণ : ১৯৮২২ একর।
> হ্রদ এলাকা : ৬৩৬০ একর।
> বন এলাকা : ৪২৫৪০ একর।
> আবাদযোগ্য অনাবাদী জমির পরিমাণ : ৩৬০০ একর।
> পতিত জমির পরিমাণ : ১২২৫১ একর।
> সেচযোগ্য জমির পরিমাণ : ৩৮০০ একর।
> সেচ আওতায় জমির পরিমাণ : ৩০০০ একর।
> জলে ভাসা জমির পরিমাণ : ১৬৩০০ একর।
> ভূমি রাজস্ব জমির পরিমাণ : ১৪৪৮০২ একর।
শিক্ষা ব্যবস্থা :
>কলেজ : ১টি
>সরকারী উচ্চ বিদ্যালয় : ১টি।
> বেসরকারী উচ্চ বিদ্যালয় : ৮টি।
>এমপিও ভূক্ত মাদরাসা : ৩টি।
>সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৯ টি।
> বেসরকারী প্রাথমিক বিদ্যালয় : ২২ টি।
> মাদরাসা : ১০ টি।
শিক্ষার হার
৪২.২% (পুরুষ : ৪৯.২%, মহিলা : ৩৮.৮%)

  
লংগদু উপজেলা মানচিত্র
 রাঙ্গামাটি জেলা, বাংলাদেশ





































লংগদু লঞ্চ  ঘাট


















রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় 

লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়

গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স













তিনটিলা বনবিহার
 














অনুগ্রহ করে অপেক্ষা করন...............
আমরা পরবর্তীতে আরছবি আপলোড করব এখানে.........

সূত্রঃ গুগল অ্যান্ড  langadu.rangamati.gov.bd

No comments:

Post a Comment