- কুইজের প্রশ্ন পেজে দেওয়ার মোট ৬ দিনের মধ্যে উওর দিতে হবে।
- কুইজের সর্বোচ্চ সঠিক উওরদাতা একাধিক হলে লটারির মাধ্যমে ৫জন বিজয়ীরনাম ঘোষণা করা হবে ।
- মোট ৫ জনকে পুরষ্কিত করা হবে ।
- মোট ২৬০ জন বিজয়ী হলে তাদের মধ্য থেকে ১০০ জনকে আমাদের নির্ধারিত স্থানে (স্থানটি সময়মত জানিয়ে দেওয়া হবে) আসার জন্য আমন্ত্রন জানানো হবে ও তাদের জন্য বিভিন্ন রকম বিনোদনের আয়োজন করা হবে এবং তাদের মধ্য থেকে ১০ জনকে পুরষ্কিত করা হবে।
- কমেন্টে বক্সে কমেন্ট এর মাধ্যমে উত্তর দিতে হবে। আপাদত ফ্যান পেজ এর উত্তর ও গ্রহন করা হবে।
- কমেন্ট বক্সে আপাদত Anonymous সিলেক্ট করে ও উত্তর দিতে পারবে।
- আপাদত লাঙ্গাদু উপজেলার অংশগ্রহণ কারিদের উত্তরই গ্রহন করা হবে।
Sunday, February 28, 2016
কুইজের নিয়মাবলী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment